পোস্তগোলা, তেজগাঁও, দূর টুঙ্গি থেকে
বায়তুল মোকাররম পর্যন্ত; কেঁপে ওঠে দৃপ্ত পদভারে
চারিদিকে মিছিলের উন্মাতাল ধ্বনি :
প্রাণে বাজে সেই সুর সুমধুর বিতোফেন
তুমি কেন পিছু ডাকো, আজ কেন ধরে রাখো?
টায়ারের পোড়া গন্ধে কাল হরতাল হবে
সারাদেশে ব্যারিকেড দেবে বীর জনগণ,
ভোররাতে মলোটভ ককটেল ছুঁড়ে
পুলিশের চাকা বন্ধ করে দেব আমি,
তুমি কেন পিছু ডাকো, আজ কেন ধরে রাখো?

রক্তমাখা দিন আজ :
ভুলে যাই মখমল প্রাসাদের
আমি তাহেরের ভাই;
‘নিঃশঙ্ক চিত্তের চেয়ে আর জীবনের বড় কিছু নাই।’