অবশেষে কোনো অন্ধকারই
আটকে রাখতে পারে না উষার আলো
উদিত সূর্য, লাল বন্যায়
লোকালয় মাঠ, আলোকিত হবে কালো।

ফিরবই আমি কোনো একদিন
কোলাহলময় সেই জনপদে ফের
মানুষের মুখ ফুলের বিকাশ
আবার দেখব গ্রহতারা আকাশের।

দেখিনি সবুজ বনভূমি আহা
কতদিন শোনা হয়নি পাখির গান
আলোর তৃষ্ণা বুকে নিয়ে বসে
আঁধারে একাকী আমি যে বন্দিপ্রাণ।

জীবন যে এত সুমধুর আহা
ভাবিনি তা হায় আর কখনোই আগে
মৃত্যুর এই অন্ধকূপে যে
শুধু তীব্র জীবনতৃষ্ণাই জাগে।

কেউ কোনোদিন জিজ্ঞাসা করে
যদি, জীবনে কি অনুভূতি সেরা
জবাবে জানাব শোনো তবে ভাই
প্রতিবার জেলখানা থেকে ফেরা।