আমাকে ছুঁয়ো না ছোঁয়া,ভীষণ অসুখী
হয়ে যাবে তোমার অমল আত্ম্া দ্রুত
ভ’রে উঠবে সুতীব্র গরল বিনাশে ।

যেই আমাকে ছুঁয়েছে দারুণ উল¬াসে
তারই জীবন থেকে মুছে গেছে সব
হাসি আনন্দ উৎসব ফুল¬ কোলাহল ।

যে আমাকে ভালোবেসেছে তারই স্বপ্নময়
সবুজ হৃদয় বিবর্ণ ধূসর হয়ে
ঝরে গেছে চৈত্রের পাতার মতো ।
দুচোখে সুখের উপ্চানো নদী নিয়ে
যারাই এসেছে কাছে খাঁ-খাঁ বালিয়াড়ি
হা-হা মরুভূমি সকলের শূন্য বুকে ।

শ্বেতশান্তি ডানা মেলে চেয়েছিল যারা
উড়ে যাবে অবারিত নীলাকাশে ভেসে
আমাকে ছোঁয়ার জন্য তারা সব আজ

পাথরের পাখি হয়ে পড়ে আছে ঘাসে।

দীপ্র সমুদ্রগর্জন যারা শুনেছিল
এই বুকে তীব্র ঢেউয়ের দোলায়
তাদের প্রত্যেকর বুকে আজ রক্তগঙ্গা ।

আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না কখনো ভুলে
আমার সমস্ত শরীরের রোমে রোমে
মাথা থেকে পা পর্যন্ত এত ক্লেদ-পূঁজ

এত পাপ, অভিশাপ এত ধ্বংসযজ্ঞ
এত দহন ক্ষরণ ব্যর্থতা পতন
এত ভুল পরাজয় প্রতারণা বুকে

যেই আমাকে ছুঁয়েছে, স্পর্শে স্পর্শে ছোঁয়
সেই পুড়ে পুড়ে পুড়ে যায়, হয় ভস্ম
ছুঁয়ো না ছুঁয়ো না আর কেউ কোনদিনও ..

১২.০৭.০৫ ঢাকা