সুশীতল এক ঝর্নার কাছে পৌঁছার জন্যে
অস্থির চঞ্চল এক অশান্ত সমুদ্র।

কত ঝড়, বৃষ্টি, লবণাক্ত কান্না
কত উচ্ছ্বাস, জোয়ার-ভাটা, আছড়ানো
নিঃশব্দ হাহাকারে নিঃস্ব সমুদ্র ছুটে যেতে চায়
কোনো সুশীতল অবগাহনে!

জানে কি জল, উপকূল, ঝিনুক, মৎস
হাঙর, কুমির, অক্টোপাস, উদ্ভিদ, জলজপ্রাণী?

কতখানি তৃষ্ণায়, উষ্ণতায় সমুদ্র ছুটে যেতে চায়
সুশীতল কোনো ঝর্নার জলে
জানে কি কেউ, বোঝে কি কেউ?

সুশীতল এক ঝর্নার কাছে
আজন্ম চাতক এক সমুদ্রের
আজীবন যাত্রা কবে শেষ হবে?

কবে সুস্নিগ্ধ ঝর্নার ধারায়
স্থির হবে অশান্ত, উদ্দাম, দুরন্ত
তৃষ্ণার্ত ফেনিল সমুদ্র?

১৭.০৫.২০০৪ অন্ধ্র প্রদেশ, ট্রেন