আবেগের প্রতি ফোঁটা জল
অনুর্বর বিপ্লবের মাঠে ঢেলে দিই
তুমি তার কতটুকু পাও?

তাহলে তুমি কি আমার বিপ্লব বিপন্ন স্বদেশ?

নারী ও শিশুর যে ভালোবাসা
আমাকে বিপ্লবী ক’রেছে
তুমি কি তারই রূপান্তর?

আমার বিষণœ আত্মা চুঁয়ে চুঁয়ে ঝ’রে পড়ে
যে কঠিন জল, তুমি কি তারই সমন্বিত নদী?
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রক্তজবা
এত যে গোলাপ লাল
সে কি তোমারই ভালোবাসায় রাঙা হ’য়ে
স্থান পায় শহীদ বেদিতে?

আমার প্রতিটি চুম্বন আসন্ন বিপ্লবের রক্তিম ঠোঁটে
তুমি কি সেই ঠোঁট পেতে আছ?

এই মিথুন চিনেছে জনতার প্রেম
বারুদের ভালোবাসা বুকে।
তুমি সেই জনতা ও বারুদের
সাথে মাখামাখি ক’রে আছ
চতুর রমণী।