চকলোকমান আহা!
ভালোবাসার সুবর্ণা গ্রাম
সবুজ শাড়ির মতো ছেয়ে আছে সমস্ত হৃদয়
কাটিয়েছি শ্যামল সময় আমি ভ্রমণের ছলে
যে সময় জীবনে মরণে শুধু একবার আসে।

অন্ধকার ক্লিন্ন এই জীবনে প্রথম চাঁদ- ওঠা গ্রাম
তুমি কত সহজেই ভুলে গেছ, ভুলে গেছ, সহজেই!

ডালিমগাছটি স্মৃতি বহন করে না আজ আর
কোনো বুকেই বাজে না বিদায়ী রাতের কান্নাগুলো?

আজো আমি স্মৃতির বেদনা নিয়ে জেগে থাকি সারারাত,
করুণ চোখের পাতা মেলাতে পারি না, মেলাতে পারি না।

তুমি ভুলে গেছ সবুজ গাঁয়ের সবুজিনী বৃক্ষ
আমি তো ভুলতে পারিনি, পারিনি, মন আজো কাঁদে।

কুয়াশার শীত-রাতে কেঁপেছিল তনু
তবুও হৃদয়ে ছিল প্রেম

সেই মেঠো পথ, সেই গ্রাম, ঝোপ, ঝাড়, মাঠ, গৃহ, লোক
করোতোয়ার মতন স্মৃতির নদীতে ভেসে ভেসে যায়!

আমি তো জানি না তুমি আজ কতখানি সুখে নিদ্রা যাও
কতটুকু দুঃখ আছে বুকে, কতটুকু সুখ তুমি চাও
হামিদুল হকদের ধবল গাভীর দুধের মতন, রফিকের
ছোট বুকের মতন ভালোবাসা নাও, শুধু মনে রেখো।

১৯.১.৭৯
ঢাকা কলেজ, ঢাকা।