সমস্ত শহর আমাকেই অভিবাদন করার
জন্যে ব্যস্ত হবে

যানবাহন জনতার সারি বিধ্বস্ত এভিন্যু
দুর্বিপাক শেষে জেগে-ওঠা মানুষের চোখে
অনির্বাণ ঠিকরে পড়বে নতুন আশার আলো

রোদ গড়িয়ে বিকেল হবে ধীরে ধীরে
আমি আসব না আমি আসব না
খুব বেশি বিষণœতা মাখামাখি হবে
মালা হাতে ফিরে যাবে অবুঝ বালিকা
অভিমানে স্ফীত হবে বুক রাঙা কিশোরীর
তবু আমি আসব না আমি আসব না

আমি ফিরে যাব বালুচর মাখা
ধূসর আমার গ্রামে চাষাদের কাছে

দাদির কবরে দাঁড়াব খানিক
অশ্র“সিক্ত মা আমাকে গভীর জড়িয়ে ধরবেন
চুম্বনে ভরিয়ে তুলবেন কালো মুখ, এবড়োথেবড়ো দাড়ি

রাত্রির কার্পাসে মুখ ঢেকে আমি শুধুই ডাকব :
গোলে বানু… গোলে বানু… গোলে বানু… গো…