একজনে সমর্পিত হই, বাকি থাকে কিছু
কারো জন্য একটু দুঃখ, একটু ভালোবাসা
রয়ে যায়, রয়ে যায় গভীর গোপনে
যেরকম পূর্ণচাঁদে থাকে কালির আঁচড়
ফুলে কীট আর নদীর ভাঙন,
সেরকম মানুষের বুকে সংগুপ্ত
কিছু কিছু স্মৃতি।

একজনে ঢেলে দিই; প্রাণের পেয়ালা
কিছু যেন শূন্য থাকে;
কারো জন্য একটু দুঃখ একটু ভালোবাসা
থেকে যায়, থেকে যায় হৃদয়কোটরে।

দিতে চাই সবটুকু পেতে চাই সবখানি,
তবুও কি পারি দিতে, নিতে পারি পূর্ণ?

মানুষমাত্রই এরকম অসহায়
একাকী নিভৃতে কাঁদে….
একজনে সমর্পিত হই, বাকি থাকে কিছু
কারো জন্য একটু দুঃখ, একটু ভালোবাসা
এরকম অসম্পূর্ণ প্রত্যেক মানুষ?