শহীদ মনিরুজ্জামান তারা’কে

আমি আর একদিন বেশি বেঁচে থাকতে চাই না
এইভাবে বুকে নিয়ে দুঃখ বেঁচে থাকা যায় বলো?
মৃত্যু তুমি নিয়ে যাও রক্তের প্লাবন ঢেলে
এই দাবদাহ শেষে নামুক প্রবল বন্যা।

ধারালো রক্তের নৃত্যে স্বদেশ নেচেছে বারবার
তুবু কেন শুধল না ঋণ, স্তব্ধ ইতিহাস বলো?
কেন এই প্রাণময় বন্ধ্যা, এই নীরব রোদন
এই বিষণœ বিন্যাস, কেন তুমি বেদনায় বলো?

আমার রক্তের প্রোজ্জ্বল প্রতিজ্ঞা ক’রে বলি
যতটুকু প্রাপ্য আমি তার সবটুকু দেব
তবু আমি ভালোবাসা চাই, চলমান ইতিহাস।

বিবাগী বাউল আমি সবুজের ঘ্রাণ চাই
চাই সবুজ পাতার কুমারী আঘ্রাণ কিছু
মানুষের শুভ্র ভালোবাসা চাই, অফুরন্ত।

বিরহ চাই না আমি, চাই না বেদনা আমি
তবু তারা আমাকেই ঘিরে ধরে শুধু
আমাকেই ঘিরে ধ’রে বোনে নীল ষড়যন্ত্র।

দুঃখকে মেনে নেব না, মেনে নেব না আঘাত
শিরায় শাণিত রক্ত তুমি জ্বলে ওঠো আজ
এই বন্ধ্যা, এই ক্রান্তি ঘুচে যাক, মুছে যাক
রক্তের প্লাবনে জন্ম দেব নব ইতিহাস।

২৮.২.৭৮
ঢাকা কলেজ, ঢাকা।