মানুষ মাত্রই ভিন্ন মন, ভিন্ন হৃদয়
কারো মতো কেউ নয়,
নিজ নিজ দোষ-গুণে মানুষ মানুষ রয়।

নিজ সুখে দুখে হাসে কাঁদে
প্রত্যেকের থাকে আলাদা ভুবন।

তবু আমি কেন অকারণে
মানুষের মিল খুঁজে ব্যথা পাই?

কেন মনে হয়, কেন এক নয়, প্রত্যেক হৃদয়?
কেন সকলের সুখ, দুঃখ, অনুভব ছিন্ন হয়?
যদি এক হয় সকলের অশ্র“জল?