এই মাটি চ’ষে ফলিয়েছি আমি সোনার ফসল বহু
রোপণ করেছি আমি যেই বীজ রক্তে মাংসে ঘামে
ব্যাটার মতোন সেই প্রিয় ধন আমার হয়নি কভু।

আমার বুকের উষ্ণতা নিলে ছেনাল সভ্যতারা
হাড়ে হাড়ে দেখো জমেছে সাদা বরফের কণা
মৃত মানুষের দেহের মতন মাটি কাদা মেখে পড়ে আছি কতকাল।

অস্থি ও মেধা ধারালো নখরে ছিঁড়ে নেয় কালো করাল হাঙর
কুয়াশায় ভেজা শীত রাত্রির মতন দুঃখে এই তো জীবন কাঁপে
কষ্টের এই তন্তুতে বোনা সকল আঁধার কেবল আমার থাকে।

আজ শুধু ভাবি বুনি যে ফসল সে আমার নিজ কষ্টকে বোনা
নিজের হাতেই নিজের বেদনা বোনা
কাটিনি ফসল এতকাল আমি কেটেছি নিজের হাড়।

শস্যের ঘ্রাণ টেনে নেয় ফের সবুজের কাছে
সবুজ আমার ফসল আমার শস্য আমার রক্তে রয়েছে লেখা
আমাকে ফিরিয়ে দাও হে আবার কৃষকের সজীবতা।

২.১.৭৯
সিদ্ধেশ্বরী, ঢাকা।