আমার না- চাওয়ার মাঝে থাকে গূঢ় অভিমান,
বেদনার পরিভাষা, প্রত্যাখ্যানের পারিজাত,
অপ্রাপ্তির গোপন বাসনা।

অপার্থিব, উদাসীন চোখের ভেতরে
কী দুঃসহ ব্যথায় জ্বলছে সোনালি আগুন
পুড়ে যাচ্ছে সমস্ত সবুজ শ্যামলিমা।

অদেখা মানুষ চাঁদের আলোয়
কীভাবে নিরত ক্ষয়ে যাচ্ছি আমি
শেষ পূর্ণিমার মতো; আত্মাভিমানে
পাহাড়ি ঝর্নার মত গ’লে পড়ে আমার হৃদয়।

না থাক সুষম শুশ্রƒষা, কোমল আঙুল,
না পাক ফুলের ঘ্রাণ, শস্যের শুভ্রতা,
ভাসুক জলের স্রোতে, দেখুক মাটির পচন এ-দেহ,
তবু কৃপাপ্রার্থী নই নিষ্ঠুর প্রকৃতি, নির্বোধ মানুষ
আর বৈরী সময়ের কাছে।