তুমি কি কিছুই দেবে না আমাকে?

কৈশোরে যে তোমাকে দেখার জন্য
আমি দাঁড়িয়ে থেকেছি পথে পথে
তোমাকে দেখার জন্য।
যৌবনে প্রমত্ত নদীর ঢেউয়ের মতন
তোমার নৃত্যাঙ্গ রক্তে জ্বেলে দিত দুর্বিনীত দাহ
সেই তুমি মুখোমুখি বসে থাকবে সমুখে

কিছুই দেবে না আমাকে?

শুধুই কি কথা হবে, গল্প হবে
মেতে উঠব স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনায়
আগামীর স্বপ্নবীজ বোনায়?
আর কিছুই না?

তোমার মায়াবী চোখ
কুসুমিত ঠোঁট দ্যুতিময় গালের টোল
কালো গোলাপের মতো কৃষ্ণতিল
মারলিন মনোরোর বিশাল উদ্ভাস

আমাকে কিছুই দেবে না?

১১. ১০. ০৪, ঢাকা