কুৎসিত কালো মেয়েটা
ইশারায় ডেকে নিয়ে কুঠুরিতে
দরজায় তুলেছে সে খিল।

সিফিলিস ঠোঁট দিয়ে শুষে নেবে সব প্রেম?

নির্বোধ! সে তো বোঝে না
রাতশেষে পূর্ব আকাশ লাল হ’লে
ওর কালো ব্রার হুক খুলে থুথু দিয়ে

চলে যাব
চলে যাব আমি।

ভালো না-থাকার অসুখ

ভালো না-থাকার অসুখ আমার
আর কি হবে ভালো?

ভালো ছিলাম কোন্ শৈশবে
মনে কি আর পড়ে?
বয়সের ঘুণে অসুখ হল
ভালো না-থাকার অসুখ।

রৌদ্রখেলা চতুর্দিকে
আলোয় আলোর মেলা,
আমার তবু আকাশ জুড়ে,
ঘন মেঘের ছায়া।

পাখিরা সব উড়ে গেল
সুদূর নীলমেঘে
আমার শুধু স্মৃতির পালক
প’ড়ে থাকে ঘাসে।

জোছনা ঝরা সবুজ রাতে
মধুরমিলন গানে
ভালো না-থাকার অসুখ আমার
ক্রমেই বেড়ে চলে।

বুকের মাঝে রাখছ ওমে
ক্ষতগুলো দিচ্ছ ধুয়ে
তবু আমার ভাল্লাগে না, ভাল্লাগে না
অসুখ বেড়েই চলে।