উৎসর্গ : এই দশকের ছাত্র-আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায়ের অনন্য
পথিকৃৎ ঃ আবুল হাসিব খানসাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ

মৃত্যু দিয়ে কেউ কেউ ঢেকে দেয়
যুগ-পরাজয়, গ্লানি ভয়,
বরফের মতন স্তব্ধতা ভেঙে ফেলে
প্রাণে প্রাণে আনে ঝড়।

পুরোনো নদীর বেগে আষাঢ়ের গতি
ভেসে যায় শতাব্দীর জীর্ণ-আবর্জনা
আপতিক অন্ধকারে জ্বলে ওঠে হীরা।

মানুষের ইতিহাসে
এইসব মৃত্যু খুব বেশি নয়
কালে কালে বিদ্যুচ্চমকের মতো
ঝলসে উঠেছে।

কিন্তু সেই আলোকিত মহাপথে
আমাদের যাত্রা কবে শুরু হবে?
নির্জন নদীর মতো ব্যর্থতায়, পরাজয়ে
কাঁদো কেন প্রাণ?
কেন সেইসব অগ্নিপুরুষের মহামন্ত্রে
জেগে ওঠো না, ওঠো না কেন?