তোমরা আমাকে করিডোরে,
রাস্তায়, মধুতে, লাইব্রেরি কিংবা বিকেলের
সুমধুর কোলাহলে উপচে পড়া
গোলাপচারার মতো প্রেমিকাদের ব্যূহ থেকে
ডেকে নিয়ে কবিতা কবিতা করে আর পাগল
কোরো না।
আমি তো বলেছি তোমাদের আমি দেবই লিখে
সংগ্রাম ও ভালোবাসার খুনে রাঙা একটি টাটকা কবিতা।

আজ এ বেলা আমাকে আর উচ্ছেদ কোরো না
গোলাপবাগান থেকে। ফুল হতে ফুলে
অকৃপণ উড়ে বেড়াতে দাও, ভালোবাসার অফুরন্ত
রেণু মেখে নিতে দাও রঙিন ডানায়।

কেননা, কাল সকালে মিছিলে
আমি হতে চাই সর্বপ্রথম
বুলেটবিদ্ধ কৃষ্ণচূড়া।