কতদিন পরে দেখা বুকের মুখর শব্দপুঞ্জ
কথা কয় চোখেমুখে,
তবু নিথর দিঘির মতো দুই কূলে বসে থাকা,
তবু নীরবতা আমাদের ঠোঁটে, কথাহীন, ভাষাহীন মেঘে।

কতদিন পরে দেখা
কত কথা, ব্যথা, বেদনায় ফিরে এসেছি আবার
তবু বলা হবে না কিছুই,
তবু ব্যথিত-হৃদয়; চলে যাব,
চলে যাব গোপন অশ্র“তে ভেজা চোখে।

নদীর ভাঙন দেখতে দেখতে, শুনতে শুনতে
পাখির কূজন, ভোরবেলা ঝ’রে যাওয়া
শিউলির মমতায়, সরিষার ফুলে ফুলে
ঢাকা মাঠ, ভাঙা সেতু, শ্মশান পেরিয়ে
ফিরে যাব ধাতব জীবনে ফের।
কেউ জানবে না কেন যে এসেছি আমি
বুকের নীরব ভাষা পুঞ্জ পুঞ্জ শোকে
শুধু গুমরে গুমরে কাঁদাবে নিভৃতে।