যুদ্ধ জয়ের চেয়েও বেশি তোমাকে ছোঁয়ার সুখ
অথচ তোমাকে ছোঁয়া যে, কোনো যুদ্ধের চেয়ে দুরূহ কঠিন
তোমার জন্যই পৃথিবীতে এত ধ্বংস, রক্তপাত।

মোহাম্মদ, এজিদ, চেঙ্গিস, হালাকু, হিটলার, মুসোলিনি
লেলিন, স্টালিন, মাও-সে-তুং, হোচি-মিন
কিংবা ফিদেল ক্যাস্ত্রো সব যোদ্ধাই তো মূলত প্রেমিক
না-পাওয়ার হাহাকারে কেউ কেউ বিরূপ বিধ্বংসী হয়ে ওঠে।

তোমাকে ছোঁয়ার জন্য আমি কষ্টনীল সমুদ্রে
প্রতিটি মুহূর্তে কেমন দ্রবীভূত হয়ে যাই
আহা যদি তুমি কোনোদিন তা বুঝতে !
তোমার স্পর্শসুখের চেয়ে আর কোনো সুখ কী আছে পৃথিবীতে?
তবু সেই সুখবঞ্চিত আমি অভাগা এক হাহারণ্যে!

তোমাকে ছোঁয়ার জন্য আজীবন আমি একটি
লাল গোলাপের দিকে হাত বাড়িয়ে রয়েছি
প্রতিরাতে আলো কিংবা অন্ধকারে আকাশের দিকে
চেয়ে থাকি চন্দ্রভুক অথচ কেউই একান্ত আমার হল না!

মানুষ তো কত কিছু চায়, পায়, আমি চাইনি কিছুই
শুধু তোমারই এতটুকু স্পর্শসুখ ছাড়া
তারও এত মূল্য, এত বেশি!

১৫.০৮.০৫ নয়া পল্টন