একজন বনের রাজাকে ধরে এনে
পুরেছ খাঁচায়;
ঘাড় ভর্তি উদ্ধত দুর্বিনীত কেশর
মিসাইলের মতো হিংস্র নাকমুখ
গনগনে আগুনের ভাটার মতন লাল চোখ।

ক্ষুধায়, ক্লান্তিতে, চাবুকের কশাঘাতে
বজ্রহুংকার বুকে চেপে নীরব নিশ্চুপ
মাথা গুঁজে পড়ে আছে সে সংক্ষুব্ধ ক্রোধে।
গরাদের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যে ছুড়ে দিচ্ছ
মাংসের টুকরো, পরিহাসে আধখানা ফলমূল কখনো

কিন্তু সদা সর্বদা সতর্ক তোমাদের :
ভীত
সন্ত্রস্ত
চাহনি।
যেন এক্ষুনি সুযোগ পেলেই
সে
ঝাঁপিয়ে পড়বে
তোমাদের কাঁধে
মটকাবে
ঘাড়।