প্রতি ইঞ্চি রক্তে ধোয়া
এ মাটিতে প্রমোদ প্রাসাদ
গড়তে দেব না।

যেদিকে চাই শস্যসবুজ
মাঠ-প্রান্তর, নদী-অরণ্য
ঝিরঝিরি প্রাণ-জুড়ানো;
এই মাটিতে বেদুইনের হেরেমখানা
গড়তে দেব না।

যে মাটিতে লক্ষ শহীদ
ঘুমায় নজরুল, লালন ফকির,
মুকন্দরাম, মধুকবি, প্রীতিলতা আর সূর্যসেন;
সেই মাটিতে বেনিয়াদের বালাখানা
গড়তে দেব না।

শত মানুষ পায় না ঠাঁই
ঘুমায় ফুটপাতে,
হাজার কৃষক ভূমিহীন
চাষের জমিন নাই;
সেই মাটির শত একর
ভিনদেশী পায় উপঢৌকন!

তেলের খনির চকচকে লোভ
দুষ্ট-ডলার হাতছানি দেয়
বেজন্মারা, বন্ধক দেবে মাতৃভূমি?

শত্র“কে আজ মিত্র ডেকে আনবে ঘরে তুলে?
গড়বে দুর্গ ষড়যন্ত্রে; নীলকুঠি?

তা হবে না, তা হবে না,
একাত্তুরের তাজা স্মৃতি :
এখনই কি ভুলে গেছি?

অস্ত্রহাতে দাঁড়াব রুখে
প্রতি ইঞ্চি রক্তে রাঙা
মায়ের আঁচলখানা
স্পর্শ করবে কে?

শত বিঘা নয় এক ইঞ্চিও
সোনার মাটি কাউকে দেব না।