আমারও কেটেছে সময় সুদিন কত
রাজপুলিশের লাঠি বুট বানচোত
আর মাদারচোদের মগ্ন খিস্তি শুনে
রুটি ডাল কাঁকর মেশানো ভাতে
জীবনের অমূল্য সময় একলা প্রহর গুনে

তিন-তিনবার দাঁড়িয়েছি মৃত্যুকূপ
মুখে, কেতাব সাজানো কালো, লাল শালু
ঘেরা স্টেজে নবীন বালক ক্ষুদিরাম
চতুর্দিকে জীবনের মুখর নিশ্চুপ এবং ভাবালু

মৃত্যুফাঁদ সহজে করেছি উপেক্ষা তোমাকে কতবার
সকাল বিকাল সন্ধ্যাকে ভেবেছি বোকা
ফাইল গুনতি শরীর তল্লাশি শেষে
গৃহস্থের মুরগির মতো খোপে ঢোকা
পানি উঠিয়েছি গভীর ইঁদারা কলে
খোস-পাঁচড়া ধুয়েছি কত নিমের পাতার জলে
শুয়েছি চটের কোমল বিছানা পেতে
দুর্গন্ধে ফুলেছে পেট প্রতিটি সকাল বন্দিমলে

কতদিন আহা কতদিন দেখিনি যে মাকে
ডাণ্ডাবেড়ি হাতকড়া পুলিশের লাথি পাঁচ হাতির বন্যতা
কেসপুটআপ কম্বল-প্যারেড ডিগবাজি
পাগলা ঘণ্টির মাতাল নৃশংসতা
কত যে অমানবিক, বোঝে না ফ্যাসিস্ট, হিংস্র বুর্জোয়াজি

ফাঁসি নিয়ে যে যে যায় যূপকাষ্ঠে
ফিরে আসে না সে সে আর কোনোদিন
রাত্রির কপাটে মাথা ঠুকে কাঁদে
যাবজ্জীবন কয়েদি শত স্বৈরাচারীর বলি
বিচার হয়নি চৌদ্দ বছর নির্দোষ কত আসামির
ফাঁসিকাঠে দীপ নিভেছে কয়টি, কত যে জাতীয় বীর
দিয়েছে জীবন আমার মতন কিশোর বিপ্লবী

ফুলের, জোছনার, বাতাসের সুখ
আকাশের অনন্ত বিস্ময় হারাল নির্মম
নিরতিশয় প্রকোষ্ঠে যার
আমি ভাই তার জ্ঞাতিভাই সে আমার
তাকে ফিরিয়ে আনার এই রক্ত অঙ্গীকার
আর কারো হোক কিম্বা না হোক আমার
সে যে আমার আমার কেবল আমার উত্তরাধিকার।