ফিরে যাও কোন্ সবুজ দ্বীপের হাতছানি পেয়ে
ভাবলে না একটিবারও
তুমি ছিলে বসন্ত আমার
পঙ্গপাল হলে আজ জীবনে আবার
শস্যের সবুজটুকু নিয়ে গেলে মুছে
মহাশ্মশানের মাঝে পড়ে থাকি একা
বারুদের অগ্নি পোড়ে
আমার ফসফরাসে

তোমার জলের ধারাও পারে না
নেভাতে দোজখ
হাবিয়া আমার শ্বাসে