ট্রেনটা ছাড়ছে না কিছুতেই আজ আর
ইয়াশনথ্পুরের অন্ধকারে দাঁড়িয়ে থাকবে সারারাত?

শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের কামরায় জ্বলছে আগুন
ক্রোধের. ক্ষোভের, অধৈর্যের;
শিশু, নারী আর অসহায় মানুষের আর্তনাদে
এতটুকু ঘুরছে না স্তব্ধ চাকা।

বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদের স্বপক্ষে এক পাঞ্জাবী নারী
আর ধর্মনিরপেক্ষ ভারতের পক্ষে এক ছাত্র-তরুণের বিতর্কে
মনোনিবেশ করে ভুলে থাকতে চাই স্বদেশের কলঙ্ক আর
তোমার কাছে পৌঁছবার বিলম্ব বিড়ম্বনা।

দূর পাহাড়ের চূড়ায় একবিন্দু আলোর মতন তোমার মুখ
জ্বলে নেভে, নেভে জ্বলে খাঁ-খাঁ এ হৃদয়ে
কেউ নেই কিচ্ছু নেই বিশ্বচরাচরে দিকচিহ্নহীন
সুদূর যাত্রায় তুমিই কি আমার একমাত্র গন্তব্য?

তবু ট্রেনটা ছাড়ছে না আজ আর
জীবনের ট্রেন মিস্ করা এক যাত্রীকে নিয়ে।