ইথিকা আমার ইথিকা এখন জেলে
ভালোবাসার অপরাধে রাজবিধি তার দিয়েছে দণ্ডাদেশ।
আমাদের দুজনার মাঝে একটি দেয়াল আজ রয়েছে দাঁড়িয়ে
ভেতরের ছোট্ট এক সেলে ও যে কখন কেমন থাকে
আমি জানি না, আমি জানি না।
কোনোদিন হবে না কি মিলন আবার?
আমাদের আলিঙ্গনে নিবিড় ভালোবাসায়
আমাদের রক্তে বীর্যে জন্ম নেবে না কি একটি বলিষ্ঠ শিশু?

রাতে চাঁদ ওঠে বেতসের ঝাড়ে
জোছনার প্লাবন নামে, ঝিঁঝিরা বাজায় সুর
আমি ঘুমাতে পারি না, ঘুমাতে পারি না, ঘুম আমার আসে না
সকালের সোনামাখা রোদের উদ্ভাস আমাকে চঞ্চল করে
ইথিকা, আমার ইথিকা এখন অন্ধকারে।

তবু বুক বাঁধি, প্রত্যাশায় বুনি নক্ষত্রের স্বপ্ন মনে
একদিন ওই দেয়াল উপড়ে ফেলে বাহুর বন্ধনে
অস্থির চুম্বনে আলুথালু করে দেব ওর কেশ।

শুধু ভয় হয়, যদি ইথিকা হারিয়ে যায়!
কারাগারের সেলে, লকাপে, হাসপাতালে, পাগলা গারদে
কোথাও যদি-না খুঁজে পাই, যদি দেয়ালের ধারে
পাওয়া যায় ওর ধর্ষিত দেহের হাড়, মাথার খুলি
আমি ভাবতে পারি না, ভাবতে পারি না, আমি ভাবতে পারি না।

আপনারা যদি কেউ স্নেহবান পিতা হন, স্নেহময়ী মা
দরদী ভাই হন, বিশ্বস্ত প্রেমিক
পাশে এসে দাঁড়ান আমার।

ওই দেয়াল ওই কারাগার ভেঙে ফেলে
আমি আমার ইথিকাকে ছিনিয়ে আনবো
আমাদের অনিবার্য মিলনের ফসল
একটি সোনার শিশু, আমি তার ভ্রƒণ এঁকে যাব।

ইথিকা আমার ইথিকা এখন জেলখানায়
আমি তাকে ছিনিয়ে আনব আমি তাকে ছিনিয়ে আনবই।

২০.৩.৭৮
দেশ মুদ্রণ, সিরাজগঞ্জ