১.
বাসে ঝুলে
ট্রাকে চ’ড়ে
ট্রেনে চেপে
লঞ্চে ভেসে
ইস্টিমারে
গাদাগাদি ক’রে
পায়ে হেঁটে হেঁটে
গ্রাম থেকে
গঞ্জ থেকে
আসছে
মানুষ
আসছে।

ওরা আসছে
আসছে
মানুষ আসছে।

চাষাভূষা
জেলে
কামার কুমার
তাঁতি
মজুর ভাইরে
আসছে
মানুষ
আসছে।

২.
তোমরা যারা এই আলো ঝলমল মেট্রোপলিটন
ঢাকা শহরের ছিমছাম ভদ্রলোক
এতদিন যারা বেশ নিরুদ্বিগ্ন, নিশ্চিদ্র সুখসাগরে
ভেসে ভেসে দিন কাটাতে
জানি তারা খুব নাখোশ হয়েছ!

এই বুুঝি তোমাদের নিরবিচ্ছিন্ন সুখশান্তি আর
স্থিতিশীলতা তছনছ করে দেয় এইসব
চাষা-ভূষা-মূর্খ-গোঁয়ার-গোবিন্দ লোকগুলো।

হ্যাঁ। ওরা কখনোই এভাবে
তোমাদের প্রমোদ প্রাসাদে ইতিপূর্বে
দলবেঁধে ঢুকে পড়েনি স্রোতের মতন।

তাছাড়া ওরা কী চায় জানো?
তোমাদের সবকিছুতেই
ওদের সমানাধিকার ;
মিল-ফ্যাক্টরি, ব্যাংক-বিমা, ক্ষেত-খামার
সর্বত্র কায়েম করতে চায়
শ্রমিকরাজ কৃষকরাজ।

৩.
ওরা
আসছে
আসছে
মানুষ আসছে।…..