আমার দুঃখিনী বর্ণমালা তুমি
তোমার প্রতি স্ফুলিঙ্গ থেকে আগুন জ্বালো,
সেক্রেটারিয়েট, গণভবন, অফিসে-অফিসে, ফাইলে-ফাইলে
বিদেশী ভাষায় লেখা কাগজের স্তূপ, নেমপ্লেট, রাস্তায় রাস্তায়,
নিয়নসাইন, সাইনবোর্ড, গাড়ির নম্বর ভস্ম করে দাও।
আমার দুঃখিনী বর্ণমালা তুমি
প্রতিটি বুলেট হয়ে গর্জে ওঠো
তাবেদার শাসক-শোষক, বুর্জোয়া, আমলা
অপমান ক’রছে তোমাকে যারা,
নাকসিট্কায়, অবহেলা করে, দূরে থাকে,
বিদেশী প্রভুর, বিদেশী ভাষার জয়-কীর্তন ক’রে
সুখি হয়।
সেইসব বেজন্মা কুকুর, মাতৃভূমি, মায়ের ভাষাকে
যারা সম্মান দেয় না, ভালোবাসতে জানে না,
চলনে-বলনে, আশাকে-পোশাকে, সর্বোপরি
মনের আসনে এক ভিন্ন অপসংস্কৃতির উপাসক।
তাদের বিরূদ্ধে আজ নতুন ঘোষণা দাও-
তোমার প্রতিটি বর্ণ সাহসের বজ্র হোক
বারুদের ¯তূপের মতন জ্বলে উঠুক, প্রতিটি
হৃদয়ে হৃদয়ে জ্বালো বিপ্লবের বহ্নি।
বরকত, রফিক, শফিক, ছালাম, জব্বার, জয়নাল, মোজাম্মেল,
আইয়ূব, কাঞ্চন, দীপালি সাহার মতন রক্ত দিয়েই আমরা
রক্ষা করব সম্মান তোমার।

আমার দুঃখিনী বর্ণমালা তুমি
তোমার প্রতিটি স্ফুলিঙ্গ থেকে আগুন জ্বালো,
কেঁদো না।