আমার কবিতা
কলে-কারখানায়-বস্তিতে
শ্রমিকের মাঝে,
অফিস আদালতে
মেহনতি চাকুরেদের মাঝে,
মাঠে ময়দানে খামারে
ভূমিহীন কৃষকের মাঝে,
আর ফুটপাতের প্লাটফর্মের
সর্বহারাদের মাঝে,
ফিস্ফিস্ করে
মুক্তির কথা বলে।

আমার কবিতা
সাম্যের ডাকে জেগে উঠে
শোষণের বিরুদ্ধে লড়াকু
জনতাকে প্রস্তুত করে।

আমার কবিতা
বুলেটের ঘায়ে অত্যাচারীর বুক
ছিন্নভিন্ন করে দেবে।

আমার কবিতা
অব্যর্থ মিজাইল হয়ে
সাম্রাজ্যবাদকে ধ্বংস করবে।

২৬.১০.৭৪
দত্তবাড়ি, সিরাজগঞ্জ