তুমি আমাকে নিলে না, যেমন নেয় না কোনো জোছনা আঁধার আকাশ,
আঁধারের অন্তঃপুরে ডুবে থাকা নিঃসীম আকাশ,
নিলে নিতে পারতে বুকের জোছনা মেখে।

সুখের নক্ষত্রগুলো আর বুঝি জ্বলবে না কোনোদিন
বিষাদ ছায়ায় বুঝি ঢাকা প’ড়ে রবো আজীবন
সূর্যকে রাহুর গ্রাসে যেমন হারাতে হয় আলো।

আমাদের সবকিছু এইভাবে এলোমেলো কালো আঁধারে হারায়
আমাদের সুখ, নিদ্রা, ভালোবাসা, প্রেম, প্রজ্ঞা
আমাদের সুপরিকল্পিত প্রিয়তম শিল্প-শোভা।

তুমি নিলে নিতে পারতে আমাকে…

২৭.৭.৭৮
ঢাকা কলেজ, ঢাকা।