মস্কো অথবা চীনের কোনোটাই
আমাদের পথ নয়
আমরা মার্কসবাদী সমাজতন্ত্রী এবং সাম্যবাদী
মার্কস এবং এঙ্গেলস দুই বন্ধু
পৃথিবীর তাবৎ জ্ঞান ঘেঁটে যে অমৃত
অর্থনীতি রাজনীতি ইতিহাস দর্শন বিজ্ঞানের
যে সুদৃঢ় বৈজ্ঞানিক ভিত্তি
শ্রমজীবী জনগণের দর্শন
করেছেন রচনা
প্রাক্সিসে
তার বাস্তব প্রয়োগের পথেই মহান ভি. আই. লেনিন
পৃথিবীকে উপহার দিলেন নতুন কম্যুন, সমাজতন্ত্র

রুটি ও মাখন সমভাগ করে খাব বন্ধুগণ
কাঁধে করে নেব কমরেড সকলে সমান
প্রাকৃতিক ঝড়, বৃষ্টি
সমুদ্রের ঢেউয়ে আছড়ে পড়ল দুনিয়া-কাঁপানো দশদিন
বাতাসের ঠোঁটে কানাকানি হলো সারা দুনিয়ায়
শুভদিন এল বুঝি বঞ্চিতের

অধরের নিচে স্নিগ্ধ কালো জরুল মাও-সে-তুঙ
তাঁর দেশে ভেঙে দিয়ে জমি জমিদারি
বুনলেন ধান
দিবসের বীর্যশিশু আঁকলেন কালো রাত্রির পটে
সেই শিশুটিও বড় হল
সেই কামনার নামও সুদীপ্ত সমাজতন্ত্র

থালমান গ্রামসি লুকসেমবার্গ হো চি মিন
ফিদেল চে গুয়েভারা এমনি আরো কত নাম
সব বন্ধু আমাদের
তবু আমাদের মতোই করব আমরা
আমাদের বিপ্লব
মস্কো অথবা চীনের কিংবা কিউবা বলিভিয়ার
কোনোটাই আমাদের নিজহাতে কাটা পথ নয়
মার্কসবাদ লেনিনবাদ মাও চে হোকাকুর শত উত্তরাধিকার
কত বীর সেনানীর উষ্ণ রক্তধারা
আরো কত মনীষার ব্রত অভিজ্ঞান আমাদের পথ করে
রক্তে আলোকিত