মৃত্যুতে মিলিত হই
জীবনে হয় না দেখা
স্বপ্ন পুরাবার আগে
ঝরে যায় ব্যথিত বকুল।

অবরুদ্ধ সময়ের
শ্বাসকষ্টে বেঁচে ছিলে
যতদিন মৃত্যুযন্ত্রণায়
শুধু ফুল চিনেছিলে।

অথচ কাঁটার আঘাতই
সয়ে গেলে আজীবন
শব্দবর্ণ চাষাবাদে
জীবনে মেলে না কিছু

মৃত্যুতেই মেলে পুষ্পাঞ্জলি…

২৩.০৩.০৫