মিথ্যা এ জীবন, জন্ম, মিথ্যা ভালোবাসা,
পিতার ঔরসে, মাতার গর্ভেতে নয়,
তুমি শুধু আর একবার ভালোবেসে জন্ম দাও
হৃদয়ে তোমার।

এই জন্ম-যন্ত্রণা, প্রতারণা, সয়ে সয়ে
আমি আজ নিষ্ফলা, পাথর;
নতুন কৃষাণী তুমি
আমাকে আবার অঙ্কুরিত করো।

জাগাও আমাকে পুনর্বার পুণ্যবতী,
আষাঢ়ের ঢলে যেরকম মৃতনদী
বেগবান হয় ফের খরস্রোতে।

পুঁই, পালঙের পত্রালিতে
সাজাও আমাকে তুমি মায়াবতী;
আঙিনায় তোলো ধান, বুকভরা
প্রেম-রসে, শ্রমে-ঘামে, সুষম বণ্টনে
নিজেকেও সুখি করো; আমি অনার্য যুবা।

নতুন জন্মের যন্ত্রণায় কাঁদো রাত্রিদিন
পুরাতন প্রেমের বন্ধন খুলে এসো আজ,
নতুন প্রণয়ে ভ’রে তুলি সময়ের বিষণœ বাতাস।

নবজন্ম হোক নষ্ট নীড়, ভ্রষ্ট প্রেম
ভুল ভালোবাসা ভুলে, শস্যময় লোকালয়ে
ফোটাই আবার প্রেমের প্রসূন।