আমার আলাদা কোনো জন্মদিন নেই

এই বাংলার সবুজ এক গ্রামে ঘাসফড়িং
শুঁয়োপোকা সুইচোরা দইনাচা ঘুঘু
রেশমের মতো নরম বাছুর কিংবা তুলার মতন
তুলতুলে কুকুরছানার মতো ঘসিঘরে
কিংবা খড়নাড়া হোগলায় চাষার ব্যাটার মতো
আমিও জন্মেছি শ্রাবণের বিপন্ন বর্ষায়
বিষণœ মেঘের মতো বহতা কান্নার নদী বুকে

আমার আলাদা কোনো জন্মদিন নেই

এই ব্যথিত বিদীর্ণ অসহায়া
অভাগা বাংলার রক্তস্রোতে ভাসা
খাল বিল হাওড় বাওড় নদী নালা
মাঠ প্রান্তর পাহাড় সমুদ্রের জল
মাছে ঘাসে ফুলে ফলে চাঁদ জোছনায় নক্ষত্র
সূর্যস্নানে বেড়ে ওঠা শৈশব কৈশোর

এই বাংলার হাটে ঘাটে বস্তি কুঁড়েঘরে
শহরে বন্দরে আলপথে রাজপথে
লেখা আছে আমার জন্মের কুষ্ঠিনামা
সন ক্ষণ লগ্ন দিবস রজনী প্রতিবেশ

লালন হাছন মধুসূদন রবীন্দ্র নজরুল
জীবনানন্দ সুভাষ ক্ষুদিরাম সালাম বরকত
ভাসানী মুজিব তাহের মিলন নূর হোসেন হয়ে
আমি জন্মেছি এই রক্তাক্ত সবুজ বাংলায়

আমার আলাদা কোনো জন্মদিন নেই

২৫.০৭.০৫ নয়াপল্টন, ঢাকা