মৃত্যু হবে রোদ-ঝলসানো রাজপথে হাজার জনতার ভিড়ে
আমার মতন মৃত্যুস্বপ্ন দেখেছে কি কেউ?
আমার মতন মৃত্যুকে প্রিয়জন ভেবে চুম্বন দিতে চেয়েছে ক’জন?

আমার অন্য কোনো সাধ নেই, অন্য কোনো মোহ নেই
প্রতিদিন আমি শুধু অপরূপ এক মৃত্যুস্বপ্ন দেখি!

দেখি সহস্র ফুলের কফিনে মোড়ানো এক গোলাপের মতো মুখ
সৌম্যকান্তি অপরূপ তরুণ উদ্ভাস।
বড় সাধ, বড় সাধ, ওই মৃত্যুই আমার হোক
ওই গোলাপ-যুবার রক্তাক্ত লাশ আমি হই।

চারিদিকে তার অজস্র মানুষ, পদধ্বনি সিম্ফনির মতো
মানুষের হৃদপিণ্ড-ধ্বনির সাথে একাকার হয়ে মিশে গেছে।
সেই মিছিলের অগ্রভাগে দুটি গণ্ড ভেজা
একটি শ্যামল কিশোরীর হাতের ব্যানারে লেখা
স্বাধীনতা আমার প্রিয়তম স্বাধীনতা।

৫.১২.৭৮
ঢাকা কলেজ, ঢাকা।