সবই তো ভুলে যাবে এই নিসর্গ, নীলিমা, পৃথিবী, মানুষ
তবু আমি রেখে যাব বুকের যাতনা থেকে কিছু প্রেম,
ভালোবেসে মানুষের কাছে প্রতারণা ছাড়া পাইনি কিছুই
তবু মানুষের তরে রেখে যাব আমার হৃদয়।

কষ্ট কতখানি? বেদনা তার চে’ বেশি নিংড়েছে হৃদয়
কত জাগরণ, কতটা দহন, কত রোদনের স্মৃতি
আড়ালের অজানা থাকুক সবটাই শুধু এই শিল্পশোভা রেখে
যেতে চাই।
যতটুকু প্রাপ্য তার নেব না কিছুই, মাটির আঘ্রাণ,
ফুলের সুবাস, চাঁদের বিভাস, বৃক্ষ-শোভা-শ্যামলিমা,
নম্রতা নদীর, পাখিদের গান, তোমাদের কাছে
ততটুকু ঋণ যেন শুধে যেতে পারি মমতায়।

মনে রাখো আর নাই রাখো