হ্যান্ডস আপ…
নড়লেই উড়ে যাবে খুলি।
… … …
পালাবার সব পথ বন্ধ :
সব বন্দুক
সব রাইফেল
সব মেশিনগান
একসাথে একজোটে ঘুরে দাঁড়িয়েছে তোর দিকে
নিশানা তাক করে, দশকোটি আঙুল ট্রিগারে,
টেকনাফ থেকে তেতুলিয়া বিশাল ফাঁসির মঞ্চ
তৈরি তোর জন্য শুধু।

হ্যান্ডস আপ…
তোর সব উপ-প্রধান উস্কানীদাতা
কুত্তা জেনারেল
বিলাই জেনারেল
ইন্দুর জেনারেল
তেলাপোকা জেনারেলদের মার্চপাস্টের ওপর
একশো মাইল বেগে আচমকা চালিয়ে দেব ট্রাক।

তোর সাদা পোশাকি অ্যালশেশিয়ান বাহিনী
অতর্কিতে লুচ্চার মতন ঝাঁপিয়ে পড়ে
আমাদের কাঁধে; চোখ বেঁধে, হাত বেঁধে মারে,
শূন্যে দেয় ঝুলিয়ে আমরাও শালাদের
সারাদেশের প্রধান ফটকসমূহে
কোরবানির গরুর মতন ঝুলিয়ে, আচ্ছাসে ধোলাই করে,
চামড়া খুলে লঙ্কা-লবণে বানিয়ে
বহুজাতিক-কর্পোরেশনের রফতানিযোগ্য করে তুলব।

তোর ‘জাতীয় টেস্টটিউব পার্টির’
সব খচ্চরদের মাথামুড়ে, আলকাতরা মাখিয়ে,
নাক-কান কেটে, খাকি আন্ডারওয়ারে ঢুকিয়ে,
গলায় ছেঁড়া-জুতার মালা ঝুলিয়ে
রাস্তায় রাস্তায় প্যারেড করানো হবে
কেরোসিনের ভাঙা টিন বাজিয়ে।
আর তোর ‘ছুঁছা সমাজ’ অস্ত্রধারীদের জ্যান্ত
পুঁতে ফেলা হবে মিউনিসিপ্যালেটির আবর্জনা সেন্টারে।

নির্লজ্জ-বেহায়া তোর
কবিতা লেখার বিচার হবে
ভণ্ড তোর হাজি হওয়ার বিচার হবে
ধোঁকাবাজ তোর ভুয়া-পিতা হওয়ার বিচার হবে
খুনি তোর ট্রাকচাপা দেওয়ার বিচার হবে
রাজাকার তোর দেশদ্রোহিতার বিচার হবে।

রূপসা থেকে পাথুরিয়া
একবাক্যে বলছে সবাই…
খুনি জান্তার বিচার চাই…
বিচার চাই…
পঞ্চান্ন হাজার বর্গমাইল ক্ষমাহীন বধ্যভূমি
(ইনাœনিল­াহে …. রাজেউন)।

হ্যান্ডস আপ…
সোজা সিধা দাঁড় হয়ে যা
মাথার উপর হাত তোল্।