কোনো কোনো হাসি ছুরির মতোই
বিঁধে যায় কোনো কোনো বুকে
কেউ দেখে না গোপন সে রক্তবন্যা
অবিরল ঝ’রে পড়ে ঝ’রে পড়ে।

উৎসবের আমোদিত হৃদয়ের পূর্ণতায়
সংগীত সংলাপ কিংবা কবিতা
যখন ছড়িয়ে পড়ে প্রতিটি মনে
উচ্ছল হাসির ঝর্না যখন বয়ে যায় চারিদিকে
তখনও কোনো কোনো বুকে
হাহাকার বেজে ওঠে
নীরবে নিভৃতে একান্ত গোপনে
কোনো কোনো হাসির ঢেউ
ঝড়ের সমুদ্রের মতন উথাল-পাথাল
তোলে রিক্ত নিঃস্ব মানুষের বুকে।

৩০.১২.৯২ লন্ডন