হাঙরেরা বাড়ি ফেরে দাঁতাল হাসিতে ফের
অস্থির আতঙ্কে কাঁপে সমুদ্রের নোনাজল
জলজ উদ্ভিদ আর প্রাণীকুল যতসব।
ব্যাধটোপে কতদিন রক্তমাংসস্বাদহীন
শ্বাপদেরা এইবার সবকিছু গিলে খাবে
জীবজন্তু মৎস্য গুল্ম প্রবাল ঝিনুক শঙ্খ
কিছুই পাবে না রক্ষা হিংস্র ক্রুদ্ধ থাবাতলে।
ডাঙাতোলা শক্তিমত্ত জলযুবা জলরানি
প্রতিরক্তে লাল করে দেবে নীলজল ক্রোধে
চিরায়ত রূপ পাবে ভয়ংকর ধ্বংসযজ্ঞ।
হাঙরেরা বাড়ি ফেরে দাঁতাল হাসিতে ফের
‘বজ্র আঁটুনি, ফস্কা গেরো’ খুলে যায় হায়
কালের কালিতে লেখা কলঙ্কিত ইতিহাস
বারবার ফিরে আসে অসহায় জনপদে!
বদলে না কিছুই শুধু হাত বদলের খেলা
অপশক্তির বদলে শক্তির উত্থান আজ
শুধুই কি মরীচিকা শুধু ভেল্কিবাজি ধুয়া?
দৈত্য-দানবেরা সত্য মিথ্যা আর সবকিছু
দানব-দানবী পূজা শেষকথা মানুষের?
কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে খাবে তবু
হাঙ্গর কুমির অক্টোপাস রতিসঙ্গতৃপ্তি
পুষ্পবৃষ্টি লালগাল সংবর্ধনা অসুরের?
হাঙ্গরেরা বাড়ি ফেরে দাঁতাল হাসিতে ফের
থম্কানো মেঘ চিরে ঝরে কালসিটে রক্ত
আঁধার দিগন্তে ফের রুদ্র ঝড়ের সংকেত
স্তব্ধ বাতাস বিমূর্ত মহাপ্রলয় গর্জায়
হাড়ভাঙা হাঙরেরা দাঁতভাঙা দাঁতালেরা
ফিরে এলে বাসযোগ্য থাকে কোন জলাধার?

২০০৯, ঢাকা