সীমান্তের কাঁটাতারে বিঁধে আছি লালমেঘ

পুষ্পিত সীমান্ত ঘুরে মায়াবী মুঠিতে পুরে
সবুজ হৃদয় দিলে তুমি করতলে তুলে
এ আমি কোথায় রাখি কুয়াশায় ভেজা পাখি

সারারাত আকাশের সুবিশাল শোকেসের
প্রতিটি তাকের কোণে রেখেছি নক্ষত্র মনে
কোথাও সঠিক স্থান হয়নি যে সে সমান
কোনো জাদুঘর এই পৃথিবীতে আর নেই
তোমার হৃদয় রাখে এমন শ্রেষ্ঠত্ব মাখে

শুভ্র কামনা তোমার মলিন করেছে কার
অমল আত্মার ঘ্রাণ চুপসে দিয়েছে প্রাণ
আমি ছাড়া আর কেউ সেই বেদনার ঢেউ
গভীর অনিদ্র রাতে বুকের গহীন স্রোতে
নিঃশব্দ নীরবে বয়ে বেড়াবে একাকী ক্ষয়ে

শকুনি সাপিনী ছেঁড়া অবিরল রক্তঝরা
ভাগাড়ে পড়ে থাকা রিক্ত নিঃস্ব শূন্য ফাঁকা
হৃদয় কুড়িয়ে আনা হরিৎ শুশ্রূষায় বোনা
সে হৃদয় এ হৃৎছায়ায় ছাড়া রাখব কোথায়?

০৩.০৮.২০১১ সেগুনবাগিচা