সৎ সাহসী কবিতার জন্যে মোহন আমার প্রিয় – কামাল চৌধুরী

সত্তর দশকের অস্থির রক্তাক্ত সময়ে সমাজ বদলের এক বুক স্বপ্ন নিয়ে কবিতাকে বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত করেছিল সে। আজও সে অঙ্গীকার, লক্ষ্য ও আদর্শ থেকে বিচ্যূত হয়নি মোহন। আজও তার কবিতা কূপম-ুকতা শোষণ বঞ্চনা ও আপোসকামিতার বিরুদ্ধে প্রবল এক প্রতিবাদ। মোহনের সৎ, সাহসী, প্রতিবাদী কবিতার অগ্রযাত্রা অব্যাহত থাকুক। চিরজীবী হোক আমাদের আবেগ, ভালোবাসা, বন্ধুত্ব ও সহমর্মিতার স্মরণীয় পঙক্তিমালা।

Leave a Reply