মাকাল ফলের সঙ্গেই কেবল তুলনা যে মেলে তার
রাঙা ঠোঁট গোলাপি চিবুক মায়াবিনী হাসি
বুকে কালনাগিনীর বিষফণা করাল ছোবল।

নীল দংশনে অঙ্গ জর্জর মৃত্যুর কোলে ঢলে পড়ি
মনস্কামনা হয় না পূরণ তবু যে সুনীল স্বৈরিণী

যে হৃদয়ের উষ্ণ রক্তে ফুটেছে গোলাপ লাল
তীক্ষè কাঁটার আঘাত হানলি সে বুকে পিশাচী।

রক্তাক্ষরে লেখা প্রণয়ের সেই অপরূপ রূপরেখা
দলিত মথিত করে আজ তুই অন্যরূপিণী
সহজেই ভুলে গেলি সেই মধুমিলনের স্মৃতি।
সব অঙ্গীকার ছিল শুধু তোর স্বৈরিণী সংলাপ
ভুল ভাঙে আজ মানুষের চোখে প্রতারক প্রণয়ের।
দুর্ভাগা দেশ! ফাঁসির রজ্জু প্রাপ্য যার
পুষ্পমাল্য পায় সে ঘাতক মহাউল­াসে
পাওয়ার কথা ছিল যার জুঁই-চামেলির ঘ্রাণ
খুনে রাঙা ঘাতকের থাবা নিথর করে সে প্রাণ।

পাতকিনী ঘাতকিনী নিপুণ নটিনী তুই
স্বৈরিণী আদলে প্রণয়ী মুখোশে
মধুর প্রেমের বুলি কপচাস শুধু যেখানে সেখানে
সময়ের অভিঘাতে উন্মোচিত হবেই
কুৎসিত ডাইনির চেহারা যে তোর

মাকাল ফলের সঙ্গেই কেবল তুলনা মেলে যে তোর
বাইরে কী সুন্দর চকচকে লাল ভিতরে ভস্ম।

৮.১২.৯৩ ঢাকা