বাস ওহে লাল বাস!
শিক্ষা আর আলোর প্রতীক বুকে
ওহে স্বায়ত্তশাসিত বাস,
আমার প্রাণপুত্তলিকা তুলে নিয়ে
তুমি কোথায় ছুটে যাও
ধাতব গর্জনে কাঁপিয়ে শহর?

কার্জন হল এনেক ভবন ঘুরে
পাঁচটা বাইশে তুমি এসে দাঁড়াও
রোকেয়া হলের ছাত্রী-ছাউনির নিচে
আজো এসেছিলে ঠিক সময়েই
হাকিমের চার দোকান থেকে ছুটে
আসতে আসতেই তুমি ক্রুদ্ধ গর্জনে ছুটে চলে গেছ
আমাকে ফেলে

আমার হাত-ইশারা, আমার চোখের আকুলতা
কিছুই তুমি আমল দিলে না, তুমি তোমার
নির্দিষ্ট গন্তব্যে ছুটে গেলে গর্বিত রাজার মতন।
আমি পথপাশে খোলামকুচির মতন
কিংকর্তব্যবিমূঢ় পড়ে রইলাম অনেকক্ষণ।

তুমি কি জানো তোমার স্টিলবডির খোলের মধ্যে
কোমল এক হৃদয় প্রতীক্ষায় ছিল আমার,
জানালার কাছে ভেসে উঠেছিল তার ছলছল চোখ
তুমি সেসবের কিছুই পাত্তা না দিয়ে,
যান্ত্রিকতার পরাকাষ্ঠা দেখালে যন্ত্র : যন্ত্রই-
ইস্পাত ও লৌহজ ধাতবতাই শেষ কথা।