এখন তুমি উড়ছ হাওয়ায়
মেঘের গ্রামের ভেতর দিয়ে
ছুটে আসছ শ্বেত-কপোতী।

আর মিনিট পনেরো পরে
নামছ সবুজ বাংলা ঘাসে
খুঁজবে আমায় চাতকী চোখ।

পুষ্পে বরণ করবে কে আর
যেমন তুমি আমাকে আর
আমি তোমায় বরণ করি।

জানি আশা ভঙ্গ হবে
জানি কষ্ট অনেক পাবে
তবু আমি আজ যাব না।
লিখছি আমি অভিষেকা
মেলবে ডানা এই ফাগুনে।

সুস্বাগত সুস্বাগত
শব্দবর্ণ সুস্বাগত
শুভাগমন শুভ শুভ।