স্বপ্নের সীমানা নেই ধাবমান পৃথিবীর চেয়ে দ্রুত
যত দূরে যাই হে আমার সূর্যবতী
তোমাকে পাই না।
এ বিশ্বব্রহ্মাণ্ডে তুমি নেই মহাকাশে নেই
জলভাগে নেই বনভূমি তন্নতন্ন করে খুঁজি
কখনও কী বিচিত্র
তোমার রূপ!
বিদ্যুৎচমকের মতো কখনো হাসির ঝিলিকে মিলিয়ে যাও
ঝাপটা হাওয়ায় পত্রাবলিতে বেজে ওঠে তোমার নিক্বণ
চন্দ্রচূর্ণ জলে স্মিত মৎস্যকুমারীর মতো ভেসে ওঠো
কী সুন্দর! ছুটে যাই তুমি নেই….
এ কেমন লুকোচুরি এ কেমন নিষ্ঠুর পরিহাস?
যে তোমাকে পায় সবটুকু পায়
যে পায় না কিছুই পায় না শূন্য করতল
তবু এই পাওয়া-না-পাওয়ার জীবণ-মরণ খেলায়
আজীবন খুঁজে ফিরছি তোমাকে
জলে স্থলে ফুলে ফলে গ্রহ-নক্ষত্রে।

’৯৩ ঢাকা