শুধু মাথা নিচু করে বাঁচতে চাইছি বলে
ঝাঁক ঝাঁক আবাবিল পাখি হিংস্র আক্রমণে
রক্তাক্ত করছে মাথা, ক্ষত বিক্ষত করছে সমস্ত শরীর
হাড় গোড় মিশিয়ে দিতে চাইছে মাটির সঙ্গে
অস্তিত্বকে মুছে দিতে চাইছে নশ্বর এ পৃথিবী থেকে।

অথচ একদিন মাথা উঁচু করে বাঁচতে চাইতাম
টানটান বুক, ঘাড়, পিঠ, শিরদাঁড়া এতটুকু
নোয়াতে চাইতাম না।

শত আক্রমণ, প্রতিকুল প্রতিবেশে হিমালয়ের মতোন
সবকিছু উঁচিয়ে আকাশচুম্বী স্পর্ধায় দাঁড়িয়ে থাকতাম।

তখন বনের বাঘ, ভাল­ুক, সিংহ এমন কি
মানুষরূপী হিংস্র শ্বাপদেরা ভয়ে দূরে সরে যেত
মাথা নিচূ করে থাবা গুটিয়ে এমন কি আকাশ
থেকে ঝ’রে পড়া প্রচণ্ড বজ্রও আশেপাশে পতিত
হওয়ার স্পর্ধা দেখাতো না।

এখন সবই বদলে যাচ্ছে, সবই হুমড়ি কেয়ে পড়ছে
মাথার উপরে, শুদু মাথা নিচু করে শান্ত সৌম বাঁচতে চাইছি বলে।

আসলে এ যুগ শান্তি ও নির্বিঘœতার যুগ নয়, মাথা নিচু
করে বেঁচে থাকার যুগ নয়, এ যুগ স্পর্ধিত আরো
স্পর্ধিত হওয়ার যুগ।

১৫.৮.৯৯
ঢাকা