সে কি ছিল এমন কিছু
তবু তারে বলছি গোলাপ
আকুল ভ্রমর ছুটে গেছি
অলীক ঘ্রাণে, কী পরিতাপ!

সে কি ছিল এমন কিছু
তবু তারে আকাশের মতো
বিপুল বিস্ময় জেনে
করেছি মাথা নত!

সে কি ছিল এমন কিছু
তবু তার বিশাল হৃদয়
কল্পনা করেছি একদিন
করেছি আবেগে বোধ ক্ষয়!

সে কি ছিল এমন কিছু
তবু তারে একনিষ্ঠ প্রেমে
গড়েছি প্রাণপ্রতিমা
বহু হৃদয়-রক্ত দামে।