সহসা তোমার মুখ মনে পড়তেই
গুলি খাওয়া মিছিলের মতো ছত্রভঙ্গ সব স্বপ্ন
ঝ’রে পড়ে আকাক্সক্ষার কোরক
ছিন্নভিন্ন পতাকার মতো আশা।

সহসা তোমার মুখ মনে পড়তেই
উদ্ভ্রান্ত পথিকের মতো ট্রাফিক অমান্য করে
প্রায় গাড়িচাপা পড়ি, মজনুর মতো বিড়বিড় করি
সন্তাপে তোমার নাম।

সহসা তোমার মুখ মনে পড়তেই
সত্তরের জলোচ্ছ¡াসে যেন ভেসে যায়
স্মৃতির বাগান নষ্ট ঘরবাড়ি শ্যামলিমা
অসংখ্য শিশুর মৃতদেহে ভরে যায় বুক।

সহসা তোমার মুখ মনে পড়তেই
মুখর মিছিলে আমি একা হয়ে যাই
কালবৈশাখীর প্রচণ্ড প্রলয়ে
আমার শিল্পের বাগানে
সহসা কেঁদে ওঠে একটি কোকিল কাল।