প্রেমবন্যা হৃদয়ে
বাঁধব তাকে কি দিয়ে?
ভাসিয়ে নিল সকল কিছু
ছুটছি কেবল তারই পিছু
পীরিতের এই জোয়ার বেলায়
কোন্ পাগলে ভেলা ভাসায়
আমি নাদান সেই সে ঢেউয়ে
তীরের মতন যাচ্ছি ক্ষয়ে
বালির বাঁধ যতই গড়ি
কিংবা কঠিন শিলার নুড়ি
সর্বনাশী বন্যা এসে
এক নিমিষে দেয় সে ধ্বসে।

‘৯৩ দিনাজপুর