মনে হয় এখানেই রয়ে যাই
চিরকাল এই বিস্তীর্ণ সবুজ সমারোহে
ঘাসফড়িং কিংবা সবুজিত পাখি হয়ে।

জনকিলবিল কোলাহল যন্ত্রদানবের বিভীষিকা
নষ্ট ধোঁয়া জীবাণুবাহক বিষাক্ত বাতাস
নাগরিক ধান্ধা ফিকির ধূর্ততা
অমানবিক মানুষের কলুষিত পরিবেশ ছেড়ে।

এইখানে এই ছায়া সুনিবিড় নীরব নিথর
সাম্রাজ্যের বৃক্ষ লতা পাতা ফুল ফল
পাখি কীট পতঙ্গের চিরসাথী হয়ে যাই।

চা পাতা বাতাবি নেবু তেজপাতা গোল মরিচের
গন্ধে আম জাম কলা কাঁঠাল সেগুন মেহগনি

রাবার সুপারি বাঁশবাগানের ঝোপে
অজানা-অচেনা বুনো জঙ্গলের গভীর গভীরে
আদিম মানব হয়ে চিরদিন নীলিমায় চেয়ে থাকি।

আমাকে ডেকো না আর কেউ কোনোদিন
সবুজ শুশ্রƒষা ঝরুক বিদীর্ণ হৃদয়
বহুদিন নিপীড়িত মানুষ যদি না পায়
কিছুটা সবুজের সুশীতল ছায়া
কীভাবে থাকবে বেঁচে মানবসন্তান?

সংক্রামক নাগরিক ব্যাধিগ্রস্ত এই প্রাণ

আজ কি ভীষণ সুখ স্বস্তি খুঁজে পায়
সবুজ সুস্থতা ধোয়া বিশুদ্ধ বাতাসে
এই ঘন সবুজ সাম্রাজ্যে।

৭.১২.৯৪ মালনিছড়া চা-বাগান সিলেট