প্রাতঃভ্রমণে সবুজ রমনায় আমি ছাড়া
আজ আসেনি কেউই
শিউলির মতো বৃষ্টিফুল ঝরছে
আকাশ থেকে অগ্রহায়ণ নামাচ্ছে শীত।

চর্বি ও শর্করা কাতর নাগরিকেরা
তবে কী আজ স্বপ্ননিদ্রায় আবলুস কিংবা
কোল্ড-ফ্লু ভীত?
আহা! দুই হাজার তিনশত পঞ্চাশ
মিটার গ্রিনহাউজের সব বিশুদ্ধ অক্সিজেনপূর্ণ বৃক্ষ
মধুক্ষরা পাখির গানÑ সব আজ আমার একার।

আমিই সম্রাট এ সবুজ সাম্রাজ্যের!
দেশি-বিদেশি নানা প্রজাতির বিচিত্র
হে ফুল ও বৃক্ষ তোমরা সাক্ষী থেকো
আমার এমন বিরল সৌভাগ্যে।

সূর্য ওঠার এখনো বাকি ঘণ্টা
আলোছায়ার অপূর্ব এই শ্যামলিমা রূপ
শুধু উপভোগ করতে পারেন মিহিভোরে
বৃষ্টিস্নাত একজন কবিই শুধু।

একমাত্র কবির মননে
এ রকম অপরূপ ভোর
পটিয়সী কবিতার ছন্দে ওঠে নেচে!

১৮ নভেম্বর ২০০৯, ঢাকা