সবুজ চাদরে ঢেকে রেখেছ রক্তাক্ত ছুরি
কেউ দেখতে পাচ্ছে না যেরকম সন্তর্পণে
গোক্ষুর লুকিয়ে থাকে সবুজ ঝোপের মধ্যে।

আড়িয়াল খাঁর জলে স্নানে নেমে সুচতুর
ধুয়ে ফেলেছ তোমার রক্তমাখা উত্তরীয়
বাহারি সবুজ ওঠে ঝলসে জমিন থেকে
একফোঁটা রক্ত নেই একদম পরিষ্কার!

কপালের কালো রেখা নিপুণ প্রলেপে মুছে
হিংস্র চোখে কী কোমল দৃষ্টি করেছ অর্জন
কী অদ্ভুত মিষ্টি হাসি নিষ্ঠুর ঠোঁটের কোণে!